নোয়াখালী

গণপিটুনিতে হত্যা মামলার আসামির মৃত্যু

নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীতে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি গণপিটুনির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত বাদশা ওরফে চোরা বাদশা (২৮) বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস (৫৫) হত্যা মামলার প্রধান আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মারা যান। শনিবার ভোরে বাড়ি থেকে পালানোর সময় তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার গণপিটুনির খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গত ১০ জুন সকালে রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রাম থেকে ছয়ানি বাজারের ব্যবসায়ী ও মৎস্য খামারি  দুলাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি টঙ্গীর পাড় গ্রামের বাসিন্দা বাদশা হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন।

ওই ঘটনায় আরেক আসামি আবদুর রব আবুলকে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, পলাতক বাদশা শনিবার ভোরে বাড়িতে যান। পরে বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে এবং গণপিটুনি দেয়।

বাদশার মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

1h ago