দুবাইয়ে এক্সচেঞ্জ হাউজ কিনছে ইবিএল
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আকৃষ্ট করতে দুবাইয়ে এক্সচেঞ্জ হাউজ কেনার সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
গত ২৬ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইবিএলের বোর্ড নীতিগতভাবে এ বিষয়ে সম্মত হয়েছে।
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার বলেন, 'আমরা বাংলাদেশ ব্যাংক ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে একটি মানি এক্সচেঞ্জ হাউস খুলতে চাই। এটা করতে পারলে দেশে আরও রেমিট্যান্স আনতে পারব।'
ইফতেখার বলেন, 'বাংলাদেশের প্রবাসী আয়ের তৃতীয় বৃহত্তম উৎস সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি এক্সচেঞ্জ হাউজের সঙ্গে ইবিএল আলোচনা করছে। আমরা চলতি বছরের তৃতীয় প্রান্তিকের মধ্যে কাজ শুরু করতে চাই। আর এটি হবে বিদেশে ইবিএলের প্রথম এক্সচেঞ্জ হাউজ।'
Comments