লেবাননকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ভারত
পুরো ম্যাচ জুড়ে একচেটিয়া দাপট ছিল ভারতের। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করলেও নির্ধারিত ও অতিরিক্ত সময়েও গোল আসেনি। তবে টাইব্রেকারে ঠিকই উল্লাসে মেতেছেন সুনীল ছেত্রীরা।
শনিবার বেঙ্গালুরুতে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে লেবাননকে ৪-২ ব্যবধানে হারিয়েছে রেকর্ড আটবারের সাফ চ্যাম্পিয়ন ভারত।
নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটেও হয়নি গোল। খেলা টাইব্রেকারে গড়ালে গোলরক্ষক গুরুপ্রীত সিং হয়েছেন নায়ক। প্রথম শটই ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন তিনি। লেবানন পরেও আরেক শট বাইরে মারলে জয় নিশ্চিত হয় ভারতের।
টাইব্রেকারে ভারতের পক্ষে টানা ৪ গোল করেন সুনিল ছেত্রী, আনোয়ার আলি, নাওরেম মহেশ সিং, উদন্ত সিং। তাদের শটগুলোও ছিল দেখার মতন।
লেবাননের হাসান মাতুকের নেওয়া প্রথম শটই ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান গুরপ্রিত। এরপর ওয়ালিদ শোর ও মোহাম্মদ সাদেক গোল ঢুকালেও খলিল বাদের বল মারেন আকাশে।
মঙ্গলবার সাফের ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশকে হারানো কুয়েত।
Comments