লেখক-কবি আফতাব আহমদ মারা গেছেন
লেখক, কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ মারা গেছেন।
আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার বনানীর ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
২০১৯ সালে আফতাব আহমদের সঙ্গে গুলতেকিন খানের বিয়ে হয়।
আফতাব আহমদের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তার বন্ধু কবি ফরিদ কবির।
তিনি জানান, আফতাব আহমদের কয়েকবার স্ট্রোক হয়েছে। বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ আজ ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টায় তিনি মারা যান।
Comments