বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

শতভাগ ফিট না হলেও প্রথম ম্যাচে খেলবেন তামিম

Tamim Iqbal
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সকাল থেকে চলা দলের আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নেননি তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে পরে এলেন কেবল সংবাদ সম্মেলন করতে। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি, ওয়ানডেতেও যে তাকে নিয়ে আছে অনিশ্চয়তা। অকপটে জানিয়ে দিলেন তিনি শতভাগ ফিট নন।

বেশ কয়েকদিন ধরেই তামিমের ভুগছেন পীঠের নিচের অংশের ব্যথায়। আফগানদের বিপক্ষে স্কোয়াডে থাকলেও অনুশীলনে অস্বস্তি টের পেয়ে ছিটকে যান। কয়েকদিন বিশ্রামের পর আবার ফিরেছিলেন অনুশীলনে।

চট্টগ্রামে এসে রবি ও সোমবার অনুশীলন করেন তামিম। তবে পুরো ছন্দে ছিলেন কিনা সেই নিশ্চয়তা টিম ম্যানেজমেন্ট থেকে দেওয়া হয়নি।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে শুরুতেই তার শারীরিক অবস্থা জানতে আগ্রহী হলেন সাংবাদিকরা। উত্তরে তামিম যা জানালেন তাতে অনিশ্চয়তার মেঘ পুরো কাটছে না,  'আমি অবশ্যই কালকের জন্য এভেইলেবল। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে, শতভাগ (ঠিক আছি)। কালকে খেলার পর আরও ভালো বুঝতে পারব যে, কী অবস্থা। তবে এখন পর্যন্ত হলো, আমি কালকে খেলছি ইনশাআল্লাহ্‌।'

অনুশীলনে চালিয়ে নিতে পারলেও ম্যাচের তীব্রতা থাকে ভিন্ন। ৫০ ওভার ফিল্ডিং ও ওপেন করে ব্যাটিং করার জন্য দরকার শতভাগ ফিটনেস। তামিমের ভাষ্যমতে আপাতত সেটা তার নেই। তবে পুরো সিরিজ তিনি খেলতে পারবেন কিনা সেটা খতিয়ে দেখতেই খেলতে চান প্রথম ম্যাচ, 'আমার মনে হয় যে, আমারও দেখতে হবে যে, আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এরকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে। কারণ আমি সবসময় বলি, যে কোনো ব্যক্তির চেয়ে দল আগে আসে। আমার এখন মনে হচ্ছে, আমি কালকের জন্য প্রস্তুত। ম্যাচ চলাকালে যদি আমার মনে হয় যে, আমি ঠিক প্রস্তুত নই বা এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাহলে আমি ও মেডিক্যাল টিম মিলে সিদ্ধান্ত নেব। আপাতত আমি আগামীকালের ম্যাচের জন্য ফিট। দেখা যাক, কালকে কী হয়!'

বুধবার দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

25m ago