সৌদি প্রো লিগে যোগ দিলেন ফিরমিনো

firmino
অনুশীলনে ফিরমিনো। ছবি : রয়টার্স

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ সহ বেশ কিছু ক্লাবকে জড়িয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সৌদি আরবের প্রো লিগেই যোগ দিলেন রবার্তো ফিরমিনো। আগামী তিন বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলবেন এই ব্রাজিলিয়ান। 

গত জুনের শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরায় ফিরমিনোর। ফলে ফ্রি এজেন্ট হয়েই আল আহলিতে গেলেন এই ফরোয়ার্ড। গত সপ্তাহেই আরও একটি বড় নাম যোগ করেছে ক্লাবটি। চেলসি ছেড়ে সৌদির এই ক্লাবে যোগ দিয়েছেন সেনেগাল গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি।

ফিরমিনোর চুক্তি করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করে তাকে দলে টানার খবর নিশ্চিত করে আল আহলি। সেখানেই এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, 'সবসময় বড় দলেই খেলেছি আমি, এখন আমি আল আহলিতে।'

ব্রাজিলিয়ান ক্লাব ফিগেরেন্সি থেকে ২০১১ সালে জার্মান ক্লাব হফেনহাইমে যোগ দিয়ে চার মৌসুম খেলার পর ২০১৫ সালে লিভারপুলে যোগ দেন ফিরমিনো। ক্লাব ছাড়ার আগে ৮ বছরে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ সহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। ক্লাবের হয়ে গোল করেছেন ১১১টি।

চলতি বছরের শুরুতে ক্রিস্তিয়ানো রোনালদো আল-নাসরে যোগ দেওয়ার পর সম্প্রতি আরও অনেক বড় বড় তারকা খেলোয়াড় এসেছেন সৌদি প্রো লিগে। এন'গোলো কান্তে, কালিডো কুলিবালি, করিম বেনজেমা, রুবেন নেভেস এবং মার্সেলো ব্রোজোভিচের মতো খেলোয়াড়রা যোগ দিয়েছেন। এমনকি লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ড হয়েছেন আল-ইত্তেফাকের ম্যানেজার।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago