মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে কিশোরী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শেখ শাকিল নামে এক পৌর ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

শাকিল মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ওই কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আসামি পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আসামির রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি বলেন, 'তার রাজনৈতিক পরিচয় জানি না।'

মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা শাকিলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগ সত্য হলে শাকিলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

এজাহারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পুরাতন ভবনের দোতলার সিঁড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। ওই কিশোরী হাসপাতালে তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। শাকিল হাসপাতালে আগে থেকেই অবস্থান করছিল।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

10h ago