স্যার ফজলে হাসান আবেদের নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব

সংগৃহীত

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের নামে ব্র্যাক ইউনিভার্সিটির নামকরণের প্রস্তাব দিয়েছে এই বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। তারা বলেছে, বিশ্ববিদ্যালয়টির নাম হবে 'স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি' এবং সংক্ষেপে 'আবেদ ইউনিভার্সিটি'।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৯ সালের ৩১ অক্টোবর ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এক সভায় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্র্যাক ইউনিভার্সিটির একজন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন সদস্য নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, চলতি বছরের ২৮ মে বেসরকারি এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়ে আবেদন করে।

ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক বিশ্বজিৎ চন্দ ডেইলি স্টারকে বলেছেন, তিনি এখনও বিশ্ববিদ্যালয় থেকে কোনো চিঠি পাননি। তবে নাম পরিবর্তনের অনুরোধের বিষয়ে ইউজিসি সরকারের কাছ থেকে একটি চিঠি পেয়েছে।

এক্ষেত্রে কোনো আইনি বাধা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে [অ্যাক্টে] এ ধরনের কোনো ধারা নেই।'

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ হাজার।

Comments

The Daily Star  | English

Cross-border shelling: 26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

10h ago