আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ ২ পক্ষের চেয়ার ছোড়াছুড়ি

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু হয়েছে। ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের 'শান্তি সমাবেশে' ২ পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়েছে।

সমাবেশ শুরুর আগে আজ দুপুর ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের কাছে বসা নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সমর্থকদের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।

পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago