ছেলে ও মেয়েদের প্রাইজমানি সমান করল আইসিসি
বৈশ্বিক আসরে অর্থ পুরস্কারের ক্ষেত্রে ছেলে ও মেয়েদের মধ্যে সমতা এনেছে আইসিসি। এখন থেকে আইসিসি ইভেন্টে ছেলেদের সমান প্রাইজমানি থাকবে মেয়েদের জন্যও।
বৃহস্পতিবার যুগান্তকারী এই সিদ্ধান্তের কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় আইসিসি। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে নিজেদের সিদ্ধান্তকে ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আখ্যায়িত করেন, 'এটি এই খেলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। বৈশ্বিক আসরে অংশ নেওয়া নারী ও পুরুষরা এখন সমান প্রাইজমানি পাবেন। আমি খুবই আনন্দিত আজ।'
'২০১৭ সাল থেকে অর্থ পুরস্কারের বাড়িয়ে আমরা সমান জায়গায় পৌঁছাতে চেয়েছি। এখন থেকে আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ীরা পুরুষদের সমান অর্থ পাবে।'
২০২২ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্সআপ পাকিস্তান ৮ লাখ ডলার। মেয়েদের বিশ্বকাপের বেলায় এই অঙ্ক ছিল যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ ডলার।
এদিকে টেস্টে মন্থর ওভার রেটের শাস্তি কমিয়েছে আইসিসি। আগে প্রতি ওভার কমের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হতো। এখন প্রতি ওভারের জন্য কাটা হবে ৫ শতাংশ। সর্বোচ্চ কাটা হতে পারে ৫০ শতাংশ।
Comments