দেশের প্রথম ‘এআই’ সংবাদ উপস্থাপক অপরাজিতা
প্রথমবারের মতো দেশের কোনো টিভি চ্যানেলে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংবাদ উপস্থাপক।
আজ বুধবার ঢাকার বেসরকারি টিভি নেটওয়ার্ক চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায় হাজির হয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক অপরাজিতা।
সন্ধ্যা ৭টার বুলেটিনের সময় অপরাজিতাকে দেখা যায়।
চ্যানেল টোয়েন্টিফোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উপস্থাপক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির বিশদ বিবরণ প্রকাশ করেনি।
চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইউম তুহিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার আমাদের প্রাইম-টাইম নিউজ বুলেটিনে অপরাজিতা নামের একজন কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের একটি ডেমো চালানো হয়েছে। তিনি আমাদের প্রযুক্তিভিত্তিক একটি প্রোগ্রাম উপস্থাপনা করবেন। এ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত আমরা দর্শকদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি।'
Comments