চতুর্থ সপ্তাহে ৬৩ হলে ‘প্রিয়তমা’

প্রিয়তমা সিনেমায় শাকিব খান ও ইধিকা পাল। ছবি: সংগৃহীত

মুক্তির চতুর্থ সপ্তাহে দেশের ৬৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা'।

মুক্তির ২৩তম দিনে পরিচালক হিমেল আশরাফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটি মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও রেন্টাল দিয়ে দেশের ৬৩টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। ঈদের দিন ২৯ জুন 'প্রিয়তমা' সিনেমাটি ১০৯ সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তৃতীয় সপ্তাহে এসেও মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দাপটের সঙ্গে চলছে।'

এদিকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত 'প্রিয়তমা' সিনেমার কত টাকার টিকিট বিক্রি হয়েছে তা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া দ্য ডেইলি স্টারকে জানায়, চলতি সপ্তাহের শেষে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।

তারা জানায়, সিনেমাটি মুক্তি প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ১০ কোটি ৩০ লাখ এবং ৮ কোটি ৫৫ লাখ টাকার পর মুক্তির তৃতীয় সপ্তাহ শেষে ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।

'প্রিয়তমা' সিনেমার কাহিনী লিখেছেন ফারুক হোসেন। ছবির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, সহীদ উন নবী, এলিনা শাম্মীসহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English

International Crimes Tribunal-2 formed

Former HC justice Nazrul Islam Chowdhury to head new tribunal

47m ago