বান্দরবানে ৩ নির্মাণশ্রমিককে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি
বান্দরবানে ৩ নির্মাণশ্রমিককে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।
আজ শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।
জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (২০), মো. ইসমাইল হোসেন (২১) ও ইমাম হোসেনকে (২০) অপহরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বান্দরবান-বাঙ্গাল হালি-রাঙ্গামাটি সড়কের ডাকবাংলো এলাকায় সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার মিশুর অধীনে সড়কে ব্রিজ নির্মাণ কাজে ১৪ জন শ্রমিক নিয়োজিত ছিল। গত বৃহস্পতিবার একদল সন্ত্রাসী ১১ জন শ্রমিককে অস্থায়ী ছাউনিতে আটকে রেখে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সেসময় তারা ৩ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
ঠিকাদার নিজাম মিশু দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বান্দরবান সদর উপজেলা ২নং কুহালং ইউনিয়নের বান্দরবান-বাঙ্গালহালিয়া-রাঙামাটি সড়কের ডাকবাংলো এলাকায় সাধন বাবুর রাবার বাগান সংলগ্ন রাস্তায় নির্মাণাধীন ব্রিজ থেকে সন্ত্রাসীরা ৩ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।'
৩ নির্মাণ শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ হিসেবে সন্ত্রাসীরা ১০ লাখ টাকা দাবি করেছেন বলেও জানান তিনি।
জানতে চাইলে বান্দরবান সদর থানার পরিদর্শক তদন্ত (ওসি) মিজা জহির উদ্দিন বলেন, 'এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, 'অপহরণের খবর শুনেছি। পুলিশ বিষয়টি যাচাই করে দেখছে।'
Comments