এবার ব্যর্থ সাকিব, লিটনও উড়তে পারলেন না

সাকিব-লিটন প্রত্যাশা পূরণ করতে না পারলেও আলাদা ম্যাচে জিতেছে তাদের দল মন্ট্রিয়ল টাইগার্স ও সারে জাগুয়ার্স।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ব্যাটে বলে আলো ছড়ানোর পর তৃতীয় ম্যাচে এসে ব্যর্থ হলেন সাকিব আল হাসান। শুরুতে ব্যর্থ হওয়া লিটন থিতু হয়ে আভাস দিয়েছিলেন ঝড়ের, তবে অসময়ে বিদায় নিয়ে ডানা মেলতে পারেননি।

সাকিব-লিটন প্রত্যাশা পূরণ করতে না পারলেও আলাদা ম্যাচে জিতেছে তাদের দল মন্ট্রিয়ল টাইগার্স ও সারে জাগুয়ার্স।

প্রথম ম্যাচে রান না পাওয়া লিটন পরের ম্যাচে বৃষ্টির কারণে ব্যাট করার সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে তাই নিজেকে খুঁজে পাওয়ার মিশনে ছিলেন তিনি। ১৮ ওভারে নেমে আসা ম্যাচে এদিন ওপেনিং ছেড়ে তিনে নামেন তিনি।

শুরুতে ধীরলয়ে রান আনছিলেন, থিতু হয়ে ডানা মেলতে শুরু করার পরই বিদায় তার। শহীদ আফ্রিদিকে পুলে ছক্কায় উড়ানোর পর মনে হচ্ছিল খেলবেন বড় ইনিংস। কিন্তু সাদ বিন জাফরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ফেরেন ২০ বলে ২১ রান করে। ১৮ ওভারে ১৪১ রান করে অবশ্য তাদের দল টরেন্ট ন্যাশনালসকে হারায় ২০ রানে।

রাতের ম্যাচে সাকিবের দল আগে ফিল্ডিং বেছে প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে। তবে ভ্যানকুবার নাইটসের হয়ে ফখর জামাল জ্বলে উঠায় বল হাতে সুবিধা করতে পারেননি সাকিব। ৪ ওভারের কোটা পূরণ করে ৪১ রান নিয়ে তিনি ছিলেন উইকেটশূন্য। পরে রান তাড়ায় তিন নম্বরে নেমে ৮ বলে ১২ রান করে আউট হয়ে যান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। অবশ্য প্রতিপক্ষকে ১৪৯ রানে আটকে ৬ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সাকিবদের মন্ট্রিয়ল।

 

 

 

 

 

 

 

 

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago