রানের খোঁজে থাকা ওয়ার্নার শেষটায় আশাবাদী
টেস্ট ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা ডেভিড ওয়ার্নার এবার অ্যাশেজে খুব একটা আলো ছড়াতে পারেননি। তবে অবসরের চিন্তায় না থেকে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।
এবার অ্যাশেজে এখন পর্যন্ত ৮ ইনিংস ব্যাট করে ২৫.১২ গড়ে কেবল ২০১ রান করেন ওয়ার্নার। ফিফটি করেছেন কেবল একটি। লর্ডসে তৃতীয় টেস্টে ৬৬ রানের ইনিংস অবশ্য ছিল বেশ গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হবে শেষ টেস্ট। তার আগে নিজের পারফরম্যান্সে খুব হতাশা জানাতে চাননি ৩৬ পেরুনো ব্যাটার, 'আমি হয়ত কিছু রান ফেলে এসেছি কিন্তু বলতে হয় গতবারের চেয়ে (২০১৯ অ্যাশেজ) ভালো খেলেছি।'
'আমি ভালো পজিশন আছি, আমি রানের খোঁজ করছি। কিছু আউট দুর্ভাগ্যজনক ছিল, কিছু আউটে আমি স্যুয়িং বা সিম সামলাতে গিয়ে এজড হয়ে ক্যাচ দিয়েছি।'
ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া রক্ষা পাওয়ায় অ্যাশেজ ধরে রাখতে পেরেছে তারা। তবে ওই টেস্টে বড় জুটি না আসায় ভুগতে হয় সফরকারীদের। সিরিজ জয় নিশ্চিত করতে তাই জুটির পর গুরুত্ব দিলেন বাঁহাতি ওপেনার, 'আমার কাছে আমি ভালো অবস্থায় আছি, অবদান রাখছি। ব্যাটিং ইউনিট হিসেবে জুটির উপর গুরুত্ব দিতে হবে।'
ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে থাকা ওয়ার্নার আগামীতে তার সম্ভাব্য বিকল্প নিয়েও কথা বলেছেন। তিনি সরে যাওয়ার পর ম্যাট রেনশো নিতে পারেন সেই জায়গা। ওয়ার্নারও তাকে নিয়ে বেশ আশাবাদী, 'ম্যাট রেনশো খুব ভালো খেলোয়াড়। সে লম্বা, সে অনেকটা হাইডসের মতো (সাবেক ওপেনার ম্যাথু হেইডেন)।'
'তাকে আমি খুব উঁচুতে মাপি। সে এখন টেকনিক নিয়ে কাজ, স্কোয়াডের বাইরে আছে। আমার মনে হয় সে দারুণ বদলি হতে পারে।'
Comments