মুগদা হাসপাতালে গ্রেপ্তার সেই বাবার জামিন

যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সাত বছরের মেয়েকে ভর্তি ও চিকিৎসা করানো নিয়ে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হাবিবুর রহমানকে জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. আশেখ ইমামের এই আদেশ দেন।

এর আগে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

মামলার বাদী ড. বনি আমিন আদালতকে বলেন, আদালত অভিযুক্তকে জামিন দিলে তার কোনো আপত্তি নেই।

প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও আসামি চিকিৎসকে লাঞ্ছিত করেন।

আসামিপক্ষের আইনজীবী বলেন, মেয়ের জীবন নিয়ে উদ্বিগ্ন এক বাবাকে পুলিশের হাতে তুলে দিয়ে অপরাধ করেছেন ওই চিকিৎসক।

উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট দুই গ্যারান্টারসহ পাঁচ হাজার টাকার মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন।

গতকাল বুধবার ডেঙ্গু আক্রান্ত মেয়েকে হাসপাতালে ভর্তি করাতে এসে চিকিৎসকের সঙ্গে তর্কবিতর্ক ও হাতাহাতি শুরু হয়। মারামারির এক পর্যায়ে চিকিৎসক ২ আঙুলে আঘাত পান।

এ ঘটনায় দুপুরে হাবিবুর রহমানের বিরুদ্ধে মুগদা থানায় মামলা হয়।

 

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

59m ago