এসএসসির ফল পেয়ে মারুফা জানালেন পড়ালেখাও চালিয়ে যেতে চান

Marufa Akter

ভারতের বিপক্ষে সিরিজে আলো ছড়িয়ে বাড়ি ফিরেই সুখবর পেলেন মারুফা আক্তার। বাংলাদেশ দলের এই পেসার এসএএসি পরীক্ষাতে জিপিএ-  ৪.০৬ উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার প্রকাশিত হয় মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল। খেলার ব্যস্ততার মাঝেও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন মারুফা।

ফল পাওয়ার পর নীলফামারীর কাদিখোলায় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি। পরে প্রতিক্রিয়ায় দ্য ডেইলি স্টারকে জানান, ক্রিকেটের পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যেতে চান। সেজন্য দেশের মানুষের দোয়া চেয়েছেন ১৮ বছরের ডানহাতি পেসার।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৯ রানে ৪ উইকেট নেন মারফা। বাংলাদেশের জয়ে তিনি হন ম্যাচ সেরা। সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে ৫৫ রানে পান ২ উইকেট। একদম শেষ উইকেট রোমাঞ্চকর টাই করে সিরিজ ড্র করতে বড় অবদান রাখেন তিনি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান সাফল্যে অন্যতম মুখ মারুফা ছুটি কাটাতে আছেন নিজ গ্রামে। ছুটি শেষ করে ৮ অগাস্ট তার ঢাকায় ফেরার কথা।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago