ধারে এমবাপেকে চায় লিভারপুল
ক্লাব ছাড়ার জন্য কিলিয়ান এমবাপেকে ক্রমেই চাপ বাড়াচ্ছে পিএসজি। আর এই সুযোগটা নিতে চাইছে ইংলিশ ক্লাব লিভারপুল। তাকে এক বছরের জন্য ধারে আনতে চায় তারা। এরজন্য বড় অঙ্ক খরচ করতেও রাজী দলটি। এমন সংবাদই প্রকাশ করেছে বৃটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর।
চলতি মৌসুমটা পিএসজিতে কাটিয়ে আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে মরিয়া এমবাপে। রিয়ালও তাকে পরের মৌসুমেই চায়। কিন্তু এমবাপেকে নিয়ে পিএসজির অবস্থান হয় চুক্তি নবায়ন, অন্যথায় খুঁজতে হবে নতুন কোনো ক্লাব। তাতে রাজী না হলে এ মৌসুমে তাকে বসিয়ে রাখার হুমকিও দিয়েছে। সময়ের অন্যতম সেরা খেলোয়াড়কে মুফতে ছাড়তে চায় না তারা।
কদিন আগে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছিল পিএসজি। ৩০০ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য এক প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু এমবাপে নাকি সৌদির ক্লাবটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনাতেই বসেননি। তাতেও বিরক্ত ক্লাবটি।
এমবাপেকে অবশ্য অনেক দিন থেকেই পেতে চাইছে লিভারপুল। মাঝে এ নিয়ে কয়েক দফা নানা গুঞ্জন উঠেছিল। তবে হয়তো গুঞ্জন আকারেই থেকে যেতে পারে। কারণ এমন প্রস্তাবে কতোটুকু রাজী হবে পিএসজি তাতে সংশয় রয়েই যাচ্ছে। তবে এই প্রস্তাবে স্বস্তি পাওয়ার কথা এমবাপের।
এমবাপের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রাইজ ট্যাগ বেঁধে দিয়েছে পিএসজি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ, এই মৌসুমেই এমবাপেকে দলে টানার ব্যাপারে আলোচনা করছে তারা। যদিও এই মূল্য পরিশোধ করতে রাজী নয় তারা। কিছুটা কমিয়ে ২২৫ মিলিয়ন ইউরো দিতে পারে। তবে এখনও এ নিয়ে পক্ষের মধ্যে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।
Comments