জুলাই মাসে ৫০৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৭৬: বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়েছে ঢাকা বিভাগে
ছবি: সংগৃহীত

বিদায়ী জুলাই মাসে সারা দেশে ৫০৫টি সড়ক দুর্ঘটনায় ৫৭৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনা আহত হয়েছেন ১ হাজার ৫৫ জন।

আজ শনিবার দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময় রেলপথে ৪৭টি দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছেন।

নৌ-পথে ১৬টি দুর্ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫ ও নিখোঁজ রয়েছেন ৩৮ জন।

সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৬৮টি দুর্ঘটনায় ৬৪৪ প্রাণহানি ও ১ হাজার ৭৫ জন আহত হয়েছেন।

জুলাই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়েছে ঢাকা বিভাগে। ১৫৭টি সড়ক দুর্ঘটনায় ১৭৩ জন নিহত ও ২৭১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম ছিল বরিশাল বিভাগে; ২৩টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ১৩৮ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Comments

The Daily Star  | English
MV Abdullah crewmembers return home

Back from turbulent sea: MV Abdullah crewmembers end horrid journey

The family members, who gathered at the port, were elated to their loved ones return home about a month after the ship was released by Somali pirates

2h ago