লিগ শুরুর ৩ দিন আগে চাকুরী ছাড়লেন লোপেতেগি

গত নভেম্বরে উলভারহ্যাম্পটন যখন রেলিগেশন নিয়ে শঙ্কায়, তখন দলটি দায়িত্ব নেন লোপেতেগি। তার অধীনে ঘুরে দাঁড়িয়ে ১৩তম স্থানে থেকে লিগ শেষ করে ক্লাবটি।

বেশ কিছু দিন থেকেই গুঞ্জন ছিল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের চাকুরী ছেড়ে দিতে পারেন কোচ হুলেন লোপেতেগি। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। লিগ শুরুর তিন দিন আগে চাকুরী ছেড়ে দিলেন এই স্প্যানিশ কোচ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোচের দায়িত্বে লোপেতেগির না থাকার বিষয়টি জানিয়ে দিল উলভস, 'পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে একমত হয়েছে উলভস ও হুলেন লোপেতেগি। এর মধ্য দিয়ে ক্লাবে তার ৯ মাসের কাজের অবসান ঘটল।'

সেই সংবাদ বিজ্ঞপ্তিতে লোপেতেগির হঠাৎ চাকুরী ছাড়ার কারণ স্পষ্ট করে না বললেও কিছুটা উল্লেখ করেছে ক্লাবটি, 'প্রধান কোচ ও ক্লাব কিছু ব্যাপারে একমত হতে পারেনি। তাই পারস্পরিক আলোচনার ভিত্তিতে চুক্তির ইতি টানাই সেরা সমাধান মনে করেছে দুই পক্ষ।'

মূলত এবারের ট্রান্সফার উইন্ডোতে উলভসের খেলোয়াড় কেনার নীতিতে অসন্তুষ্ট ছিলেন লোপেতেগি। মৌসুম শেষে বেশ কিছু কার্যকরী খেলোয়াড়কে হারিয়েছে তারা। কিন্তু বিকল্প খেলোয়াড় সে অর্থে কিনতে পারেনি তারা। রুবেন নেভেস, কনর কোডি, রায়ান জাইলস, রাউল হিমিনেজের মতো খেলোয়াড়রা চলে গেলেও ফ্রি ট্রান্সফারে কেবল ম্যাট ডোহার্টি ও টম কিংকে দলভুক্ত করতে পারে তারা।

গত নভেম্বরে উলভারহ্যাম্পটন যখন রেলিগেশন নিয়ে শঙ্কায়, তখন দলটি দায়িত্ব নেন লোপেতেগি। তার অধীনে ঘুরে দাঁড়িয়ে ১৩তম স্থানে থেকে লিগ শেষ করে ক্লাবটি। বিদায় বেলায় ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি, 'আমি উলভস এবং ক্লাবের বাকি সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। এই সুন্দর ক্লাবে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।'

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে উলভসের আসর শুরু হচ্ছে এর দুই দিন পর। সোমবার প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago