ফারিণের বিয়ের ছবি

স্বামীর সঙ্গে তাসনিয়া ফারিণ। ছবি: উমার আইমান খান/রেমেনিসেন্স ফটোগ্রাফি

বিয়ে করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার স্বামী শেখ রেজওয়ান পড়াশোনা করছেন যুক্তরাজ্যে। এবার পাঠকদের জন্য তাদের বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করা হলো। 

বিয়ের সাজে তাসনিয়া ফারিণ। ছবি: উমার আইমান খান/রেমেনিসেন্স ফটোগ্রাফি

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ফারিণ লিখেছেন, সাড়ে ৮ বছরের প্রেম, বন্ধুত্ব ও একত্রে পথচলা; অবশেষে ১১ আগস্ট ২০২৩ এ সেটা আনুষ্ঠানিক হলো।

তিনি আরও লিখেছেন, আমার কাজের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সবসময় আমাকে অনুপ্রাণিত করেছো এবং আমাকে সমর্থন জুগিয়েছো। আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেয়েছে। এটা এখনো অবাস্তব মনে হয় যে আমি এমন স্বামী পেয়েছি। আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে। আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি এবং আমি তোমাকে আমার বাকি জীবন আগলে রাখব।

স্বামীর সঙ্গে তাসনিয়া ফারিণ। ছবি: উমার আইমান খান/রেমেনিসেন্স ফটোগ্রাফি

তাসনিয়া ফারিণ অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'লেডিজ অ্যান্ড জেন্টলমেন', 'কারাগার'। চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতার  সিনেমা 'আরও এক পৃথিবী' দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু  হয়েছে তার। ২০১৭ সালে 'আমরা আবার ফিরবো' নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় ফারিণের। 

 

Comments

The Daily Star  | English
Binimoy platform suspended by Bangladesh Bank

BB suspends Binimoy over irregularities

During the previous AL govt, it was developed by the IDEA under the ICT Division at a cost of Tk 65 crore.

10h ago