সেমি-ফাইনালের আগে চোটে পড়েছেন মেসি
প্রথমবারের মতো কোনো ফাইনাল খেলার হাতছানি ইন্টার মায়ামির। তবে তার আগে বড় ধাক্কা দলটির জন্য। চোটে পড়েছেন মহাতারকা লিওনেল মেসি। যদিও চোট গুরুতর কিছু নয় বলেই দাবি করেছেন দলের প্রধান কোচ জেরার্দো তাতা মার্তিনো।
বেশ কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের সংবাদ অনুযায়ী, ফোর্ড লডারহিলে সোমবার দলের অনুশীলনে পায়ের গোড়ালি মচকে গেছে মেসির। একটি পাসিং ড্রিলসে অংশ নেওয়ার সময় হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে আটকে পড়েন তিনি। এ সময় তার কাছে মায়ামির কেউ ছিলেন না। তবে অস্বস্তি নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক।
তবে এই চোট নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না মায়ামি কোচ, 'যদি এটা গুরুতর কিছু হতো, তাহলে আমি নিশ্চিত যে সবাই চিন্তিত হয়ে পড়ত। আমিই কেবল সেশনের অংশে ছিলাম কারণ পরে একটি মিটিং করেছি এবং প্রস্তুতি শেষ করছি। তাই ঠিক কী ঘটেছে তা দেখতে পাইনি। যেহেতু সবাই স্বাভাবিক ছিল, আমার ধারণা তেমন কিছুই হয়নি।'
তবে শেষ পর্যন্ত মেসি শতভাগ ফিট না থাকলে তা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে মায়ামির জন্য। কারণ এই তারকা আসার পরই বদলে যেতে শুরু করেছে দলটি। মেসি যোগ দেওয়ার আগের আট ম্যাচে একটি জয়ও ছিল না তাদের। তার আসার পর টানা পাঁচ ম্যাচে জয় মিলেছে তাদের।
আর মেসি নিজেও আছেন দুর্দান্ত ছন্দে। পাঁচ ম্যাচেই গোল পেয়েছেন। আট গোল করা এ তারকাতেই প্রথমবারের মতো কোনো ফাইনাল খেলার স্বপ্ন দেখছে তারা। কিন্তু এমন ম্যাচের আগে মেসিকে পাবে কি না, তা নিয়ে সংশয় থাকছেই।
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকালে লিগস কাপের সেমি-ফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে নামবে মায়ামি। প্রতিপক্ষ বেশ শক্তিশালী দল। মেজর লিগ সকার লিগের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে দলটি। অন্যদিকে মেসির দল আছে সবার নিচে।
Comments