অবসর ভেঙ্গে বিশ্বকাপে ফিরছেন স্টোকস!

স্কাই স্পোর্টস জানিয়েছে, গত বছর ওয়ানডে থেকে আচমকা অবসরে যাওয়া স্টোকস বিশ্বকাপের জন্যই ফিরে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তবে চোট সমস্যা থাকায় তাকে আপাতত কেবল ব্যাটার হিসেবেই পাওয়া যাবে।
ben stokes
ছবি: এএফপি

বিশ্বকাপ সামনে রেখে বেন স্টোকসকে ফেরাতে কদিন ধরেই চলছে তোড়জোড়। ইংল্যান্ডের সাদা বলের কোচও জানিয়েছেন নিজেদের ভাবনার কথা। ব্রিটিশ গণমাধ্যমের খবর, অনুরোধ রাখতে চলেছেন ২০১৯ বিশ্বকাপের নায়ক।

স্কাই স্পোর্টস জানিয়েছে, গত বছর ওয়ানডে থেকে আচমকা অবসরে যাওয়া স্টোকস বিশ্বকাপের জন্যই ফিরে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তবে চোট সমস্যা থাকায় তাকে আপাতত কেবল ব্যাটার হিসেবেই পাওয়া যাবে।

স্কাইস্পোর্টস জানিয়েছে হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচার করানোর কথা ছিল স্টোকসের। তবে বিশ্বকাপ খেলার ভাবনায় আপাতত তা পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কেবল ব্যাটার হিসেবে স্টোকসের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন উজ্জ্বল।

৩২ পেরুনো স্টোকস বর্তমানে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। টি-টোয়েন্টি থেকেও নিজেকে সরিয়ে নেননি। তবে গত বছর হুট করে ছেড়ে দেন ওয়ানডে। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল স্টোকসের।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ডকে জিতিয়েছিলেন তিনি। বড় মঞ্চের বড় তারকাকে ঘিরে তাই ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

সাদা বলের কোচ ম্যাথু মট জানিয়েছেন, স্টোকসকে ফেরাতে যোগাযোগ করবেন জস বাটলার।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সর্বশেষ তারিখ ৫ সেপ্টেম্বর। তবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সেই দলে বদল আনা যাবে। স্টোকসের বিশ্বকাপের খেলার সিদ্ধান্তের জন্যও যথেষ্ট সময় আছে।

Comments

The Daily Star  | English

Purchase of Boeing or Airbus depends on Biman report

Civil Aviation Minister Faruk Khan today said the decision to purchase Boeing or Airbus aircraft will depend on the evaluation committee's report

1h ago