গ্রিসে ফের দাবানল, ১৮ জনের মরদেহ উদ্ধার

গ্রিসে ফের দাবানল, ১৮ জনের মরদেহ উদ্ধার
গ্রিসে আবারো দাবানল | ছবি: সংগৃহীত

গ্রিসের উত্তরাঞ্চলে ৪ দিন ধরে জ্বলতে থাকা বনের ভেতর থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল আলেকজান্দ্রোপলিসের উত্তরের বৃহৎ বনাঞ্চল; ইভ্রোস অঞ্চলের দাদিয়া জাতীয় উদ্যান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

গ্রিক ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, মৃত ব্যক্তিরা সবাই অভিবাসন প্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক সীমান্তের কাছাকাছি এলাকাটির বনাঞ্চলে অভিবাসন প্রত্যাশীরা সাধারণত ক্যাম্প করে থাকেন।

গ্রিসে ফের দাবানল, ১৮ জনের মরদেহ উদ্ধার
গ্রিসে আবারো দাবানল | ছবি: সংগৃহীত

গত সোমবার থেকে সেখানে দাবানল ছড়িয়ে পড়ে। মঙ্গলবার আভান্তাস গ্রামের বাইরে একটি কুঁড়ে ঘরের কাছে ১৮টি মরদেহ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, একটি ভবনের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পরিদর্শন করতে গিয়ে মরদেহগুলো নজরে আসে।

গ্রিক ফায়ার সার্ভিসের মুখপাত্র ইয়ানিস আর্টোপিওস বলেন, কোনো বাসিন্দা নিখোঁজ রয়েছেন; এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তাই আমরা ধারণা করছি, মৃত ব্যক্তিরা অবৈধভাবে গ্রিসে প্রবেশ করেছিলেন। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তুরস্ক থেকে গ্রিক হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জনপ্রিয় রুট হয়ে উঠেছে ইভ্রোস অঞ্চলটি। বিশেষ করে এশীয় অভিবাসী প্রত্যাশীদের অন্যতম জনপ্রিয় রুট এটি। দাদিয়া বন তাদের থাকার জায়গা।

Comments

The Daily Star  | English

‘Comments of some parties raising questions in people’s mind’

Tarique calls for solidarity at Swechchhasebak Dal anniversary event

1h ago