সিলেট

কালো পতাকা মিছিলে ‘ককটেল বিস্ফোরণকারীকে’ পুলিশে দিলো ছাত্রদল নেতাকর্মীরা

সিলেট
স্টার অনলাইন গ্রাফিক্স

সরকার পতনের ১ দফা দাবিতে সিলেটে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কালো পতাকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় ১ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ শনিবার বিকেল ৪টার দিকে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আব্দুল কাদের জিলানী (২৫) সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, 'কালো পতাকা মিছিলের প্রস্তুতির জন্য রেজিস্ট্রারি মাঠে সমবেত হতে ছাত্রদলের একটি মিছিল আসার পথে মিছিলের শেষাংশে ককটেল বিস্ফোরণ ঘটে। তখন ছাত্রদলের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণকারীকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।'

তিনি বলেন, 'কোন উদ্দেশ্যে মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে তা অনিশ্চিত। যেহেতু বিস্ফোরণকারীকে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে, আশা করছি তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।'

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, 'ককটেল বিস্ফোরণ করা এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এখনও কোনো মামলা হয়নি।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago