ভিনিসিয়ুসের পরিবর্তে ব্রাজিল দলে রাফিনহা

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের চোটে কপাল খুলেছে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহার।

এক মাসেরও বেশি সময়ের জন্য ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। যে কারণে ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার চোটে কপাল খুলেছে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহার।

অবশ্য আনুষ্ঠানিকভাবে ভিনিসিয়ুস জুনিয়রের চোটের পরিস্থিতি জানায়নি রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কমপক্ষে চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এই খেলোয়াড়কে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না লস ব্লাঙ্কোসরা। তাই বিকল্প পথেই হাঁটতে হয়েছে ব্রাজিলিয়ান কোচ ফার্নান্দো দিনিজকে।

বালাইদোসে গত শনিবার রাতে সেলতা ভিগোর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ভিনিসিয়ুস। ১৫ মিনিট যেতেই পায়ে অনুভব করেন তিনি। যে কারণে তখনই মাঠ ছাড়তে বাধ্য হন। পরে এমআরআই করানোর পর জানা যায় এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। 

ভিনিসিয়ুসের এই চোটে রিয়ালের পাশাপাশি বড় ধাক্কা খায় ব্রাজিলও। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে সেলেসাওদের। তার বদলি হিসেবে বার্সেলোনার রাফিনহা। সাম্প্রতিক সময়ে নিজেকে হারিয়ে খুঁজছেন এই ফরোয়ার্ড।

আগামী ৮ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এর তিনদিন পর পেরুর বিপক্ষে মাঠে নামবে দলটি।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (অ্যাতলেতিকো পারানায়েনসে)।

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল (আর্সেনাল), ইবানেস (আল-আহলি), মার্কিনিয়োস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), দানিলো (জুভেন্তাস), ভেন্দেরসন (মোনাকো), কাইয়ো এইহিক (মোনাকো), রেনান লোদি (অলিম্পিক মার্সেই)।

মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল ইউনাইটেড), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস), জোয়েলিন্তন (নিউক্যাসল ইউনাইটেড)।

ফরোয়ার্ড: আন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), নেইমার (আল হিলাল), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা)।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago