এশিয়া কাপ ২০২৩

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

Rohit Sharma

বহু কাঙ্খিত টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবহাওয়ার বিরূপ থাকলেও সেদিকে ভাবার কারণ দেখছেন না রোহিত। বাবর আজমও জানান টস জিতলে ব্যাটিং বেছে নিতেন তারা।

এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াইয়ে ভারত তাদের একাদশে নিয়েছেন তিন পেসার আর দুই স্পিনার। রবীন্দ্র জাদেজার সঙ্গে একাদশে আছেন রিষ্ট স্পিনার কুলদীপ যাদব। অনুমিতভাবে একাদশে ফিরেছেন শ্রেয়াস আইয়ার, জাসপ্রিট বুমরাহ। বুমরাহ ফিরলেও এই ম্যাচে মোহাম্মদ শামিকে বসিয়ে শার্দুল ঠাকুরকে খেলাচ্ছে ভারত। পাকিস্তানের একাদশেও আছে তিন পেসার ও দুই স্পিনার। দুই দলই নামছে সম্ভাব্য সেরা একাদশ নিয়ে।

টসের সময় নিজেদের প্রত্যাশা নিয়ে কথা বলেন দুই অধিনায়ক। রোহিত জানান কঠিন টুর্নামেন্টে নিজেদের বাজিয়ে দেখতে চান তারা, 'দেখা যাক এই টুর্নামেন্ট থেকে আমরা কি অর্জন করতে পারি। মানসম্পন্ন দলের বিপক্ষে এটা মানসম্পন্ন টুর্নামেন্ট। দিনশেষে আমরা কি করতে পারি দেখার আছে। আইয়ার ফিরেছে, বুমরাহ ফিরেছে। তিন স্পিনার আর দুই স্পিনার নিয়ে নামছি।'

বাবর ভারতের বিপক্ষে মহারণে থাকতে চান শান্ত, 'নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচ থেকে একাদশে কোন বদল আনেনি পাকিস্তান। বাবর জানান এই ম্যাচে তারা সেরাটা দিতে মরিয়া,'আমরা আমাদের সেরা চেষ্টা করব। একই দল নিয়ে খেলছি, কোন বদল নেই। এটা কঠিন ম্যাচ, আমাদের চেষ্টা থাকবে শান্ত থাকা।'

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিশান, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা,  শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

2h ago