সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এবাদুর রহমান মারা গেছেন

এবাদুর রহমান। ছবি: সংগৃহীত

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবাদুর রহমান বার্ধক্যজনিত জটিলতায় বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মৌলভীবাজার-২ আসন (বড়লেখা ও ঝুড়ি উপজেলা) থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য হাসান আহমেদ জাভেদ (বড় মেয়ের স্বামী) বিষয়টি নিশ্চিত করে বলেন, 'রাজধানী ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।'

তিনি আরও জানান, ঢাকার লালমাটিয়ায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আরও ২টি জানাজা জানাজা হয়।পরে তাকে মৌলভীবাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

৪ মেয়ে, নাতি-নাতনি এবং বহু গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রয়েছে তার।

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

IMF to continue talks with Bangladesh for near-term agreement

The global lender said such an agreement would pave the way for completing the combined third and fourth reviews

3h ago