শাকিব-বুবলির ছেলে বীরের স্কুলে প্রথম দিন

আইএসডি স্কুলে শবনম-বুবলির সঙ্গে সন্তান বীর। ছবি: বুবলির অফিশিয়াল ফেসবুক পোস্ট থেকে
আইএসডি স্কুলে শবনম-বুবলির সঙ্গে সন্তান বীর। ছবি: বুবলির অফিশিয়াল ফেসবুক পোস্ট থেকে

প্রাতিষ্ঠানিক শিক্ষায় হাতেখড়ি হল শাকিব-বুবলির সন্তান শেহজাদ খান বীরের। স্কুলের প্রথম দিন তাকে সেখানে পৌঁছে দেন তার বাবা ও মা।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) স্কুলে ভর্তি করা হয়েছে তাকে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শবনম বুবলি।

আইএসডি স্কুলে শবনম-বুবলির সঙ্গে সন্তান বীর। ছবি: বুবলির অফিশিয়াল ফেসবুক পোস্ট থেকে
আইএসডি স্কুলে শবনম-বুবলির সঙ্গে সন্তান বীর। ছবি: বুবলির অফিশিয়াল ফেসবুক পোস্ট থেকে

শবনম বুবলি তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেন, 'আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহজাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন..

এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!

অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!

সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন'।

বুবলি তার এই পোস্টটি সন্তানের অ্যাকাউন্টে আবারো পোস্ট করেন।

আইএসডি স্কুলে শবনম-বুবলির সঙ্গে সন্তান বীর। ছবি: বুবলির অফিশিয়াল ফেসবুক পোস্ট থেকে
আইএসডি স্কুলে শবনম-বুবলির সঙ্গে সন্তান বীর। ছবি: বুবলির অফিশিয়াল ফেসবুক পোস্ট থেকে

বুবলির পোস্টে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৩১ হাজারেরও বেশি রিঅ্যাকশন ও ৫ হাজার ২০০'র ও বেশি মন্তব্য এসেছে। অপরদিকে, বীরের নামে খোলা অ্যাকাউন্টের পোস্টে এসেছে  ৩ হাজার ২০০ রিঅ্যাকশন ও প্রায় ৩০০ মন্তব্য।

উল্লেখ্য, শাকিব খানের বড় ছেলে আব্রাম খান জয়ও বসুন্ধরা আবাসিকের আইএসডি স্কুলে পড়েন 

Comments

The Daily Star  | English

Two advisers, press secy still inside Milestone College

The government officials have been inside the campus since this morning

2h ago