শেখ হাসিনা-মোদির বৈঠকের পর ৩ সমঝোতা স্মারক সই

india-bangladesh flag

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর আজ শুক্রবার বাংলাদেশ ও ভারত ৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

সমঝোতা স্মারকগুলো হলো-

১. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক।

এই সমঝোতা স্মারকের আওতায় দু'দেশের মধ্যে কৃষি গবেষণা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা জোরদার হবে।

২. ২০২৩-২৫ এর জন্য কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম (সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রাম)।

এর অধীনে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক খাতে দু'দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারকরণে বিভিন্ন ব্যবস্থা ও কর্মসূচি গ্রহণ করা হবে।

৩. ভারতের এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংক (বিবি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক।

এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক লেনদেন সম্পাদন সহজতর হবে।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Myanmar solely responsible for creating favourable conditions for Rohingyas’ return: UN

11 Western countries stress lasting solution hinges on peace and stability in Myanmar

23m ago