এশিয়া কাপ ২০২৩

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা 

rohit sharma and dasun shanaka

এশিয়া কাপের ফাইনালে গুরুত্বপূর্ণ টস জিতে নিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে কোন দ্বিধা না করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দাসুন শানাকা। 

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বড় মঞ্চে টস জিতলে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও জানান, তিনিও ব্যাট করতেই চাইতেন।

এই ম্যাচে শ্রীলঙ্কা পাচ্ছে না তাদের সেরা স্পিনার মাহেশ থিকসেনাকে। তার জায়গায় একাদশে এসেছেন লেগ স্পিনার দুশান হেমন্ত।  বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে সেরা পাঁচ তারকাকে বিশ্রাম দিয়েছিল ভারত। অনুমিতভাবে তাদের সবাই ফিরেছেন একাদশে। একটি বদল করত হয়েছে বাধ্য হয়ে। হাতে চোট পাওয়া আকসার প্যাটেলের বদলে খেলানো হচ্ছে দেশ থেকে উড়িয়ে নেয়া অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াসিংটন সুন্দরকে। 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিট বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ। 

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশানকা, কুসল পেরেরা, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিন ওয়ালালেগে, দুশান হেমন্ত, প্রমোদ মাধুশান, মাথিশা পাথিরানা। 

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

4h ago