‘বঙ্গবন্ধু শিল্পনগর হবে দেশের গেম চেঞ্জার প্ল্যান’

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে চলছে কারখানা স্থাপন। ছবি: স্টার

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বাংলাদেশের জন্য হবে 'গেম চেঞ্জার প্ল্যান' হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

তার মতে, লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও দেশি-বিদেশি বিনিয়োগ—সব মিলিয়ে দেশের অর্থনৈতিক পরিসরে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখতে চলেছে শিল্পনগর।

আজ বুধবার মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের কর্মকর্তাদের সভায় তিনি এ কথা বলেন।

সভা শেষে তোফাজ্জল হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশের জনগণের কর্মসংস্থান, দেশি-বিদেশি বিনিয়োগ, অভ্যন্তরীণ ও বৈদেশিক যে কনজামপশন এ সব মাথায় রেখেই এই বঙ্গবন্ধু শিল্পনগর ৩৩ হাজার ৮০০ একর জমিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।'

তিনি জানান, এই শিল্পনগরে ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানা কাজ শুরু করেছে। অনেকগুলো পাইপলাইনে আছে।

'যে কোনো বড় প্রকল্পে অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি জরুরি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'সড়ক, সুয়ারেজ, বিদ্যুৎ, কেবল নেটওয়ার্ক, নিরাপত্তা—এসব বিষয়ে আলোচনা করেছি। এখানে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে কী কী করণীয় তা নিয়েও আলোচনা করেছি। আশা করি, পরিবেশ অক্ষুণ্ণ রেখে এখানে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করা হবে।'

'এই এলাকার অধিবাসীরাও যাতে অবকাঠামোগত সুবিধা পান তাও দেখা হবে। এখানে ১৩৯টি পরিবার ছিল। সবাইকে ঘর করে দেওয়া হয়েছে। তাদের কর্মসংস্থানও হবে।'

তিনি আরও বলেন, 'প্রায় ১৪ লাখ মানুষ এখানে কাজ করবে। তাদের নিরাপত্তা, বাসস্থান, শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা, বিনিয়োগকারীদের নিরাপত্তা ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি সহায়তাগুলো বাড়াতে হবে। এখানে থানা তৈরি করতে হবে।'

'আমরা সম্পূর্ণ প্রস্তুত। যে কোনো বিনিয়োগকারী এখানে এসে কারখানা প্রতিষ্ঠা করতে পারবেন। ইতোমধ্যে অনেকে কারখানা করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এ পর্যন্ত কমিটমেন্ট এসেছে ১৮ বিলিয়ন ডলার,' যোগ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, পুলিশ সুপার এস এম এস শফিউল আলমসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Tarique Rahman on interim government

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

6h ago