উদ্ভাবন সূচকে শ্রীলঙ্কা, পাকিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) উদ্ভাবন সূচকে ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০২ তম—২০২৩ সালে ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৫ তম।

বৈশ্বিক উদ্ভাবন সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বেসরকারি খাতে ঋণের সম্প্রসারণ এবং দেশের অভ্যন্তরীণ শিল্প বহুমুখীকরণ সূচকে অন্য দেশের তুলনায় পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের অবস্থান ৩ ধাপ নিচে নামলো।

জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) উদ্ভাবন সূচকে ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০২ তম—২০২৩ সালে ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৫ তম। ১৩২টি দেশের মধ্যে এই সূচক করা হয়।

তবে মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এক ধাপ এগিয়ে সপ্তম হয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অবস্থান ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পেছনে হলেও দক্ষিণ এশিয়ায় নেপালের চেয়ে এগিয়ে রয়েছে।

অন্যদিকে, এ বছর বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে আছে সুইজারল্যান্ড, সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সিঙ্গাপুর।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

1h ago