এশিয়ান গেমসের দলে আফিফ-জাকির

১৯তম এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদ সাইফ হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের এই দল ঘোষণা করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এশিয়ান গেমসের জন্য ঘোষিত এই দলে রয়েছে সদ্যই জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ধ্রুব ও জাকির হাসানের মতো খেলোয়াড়রা। এছাড়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা অধিনায়ক সাইফ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন ও রিশাদ হোসেন আছেন দলটিতে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে চীনের হ্যাংজুতে শুরু হয়েছে এবারের এশিয়ান গেমস। এরমধ্যেই মেয়েদের ক্রিকেট ইভেন্ট শেষ হয়ে গিয়েছে। যেখানে ব্রোঞ্জ পদক পেয়েছে টিম বাংলাদেশ। এবার পালা শুরু হচ্ছে ছেলেদের। আগামী ৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে খেলবে টাইগাররা।

ছেলেদের বিভাগে এবার মোট ১৪টি দল অংশ গ্রহণ করেছে। তবে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ। মূলত আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ৪টি দল সরাসরি খেলবে চারটি কোয়ার্টার ফাইনালে। যে তালিকায় বাংলাদেশের মতো রয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও।

তবে সরাসরি শেষ আটে খেলবে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের পঞ্চম দল আফগানিস্তানও। বাকি ৯টি দল তিনটি গ্রুপে নিজেদের মধ্যে লড়াই শেষে শীর্ষ দল জায়গা করে নেবে পঞ্চম দলটির সঙ্গে। এই চার দলের সঙ্গে ড্রয়ের মাধ্যমে লড়াই হবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের বিপক্ষে।

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ স্কোয়াড

মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, সুমন খান, জাকের আলী অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব ও রিশাদ হোসেন।

Comments

The Daily Star  | English

Election date to be disclosed two months before schedule: CEC

EC is preparing to hold the next national election within a short timeframe, he says

13m ago