ক্যাডার বৈষম্য নিরসন দাবিতে সরকারি দেবেন্দ্র কলেজ শিক্ষকদের কর্মবিরতি
ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানিকগঞ্জে সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করেছে সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষকেরা।
আজ সোমবার কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মবিরতিতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম খান, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গিরীন্দ্র কুমার রায় প্রমুখ।
অধ্যক্ষ ড. মো. রেজাউল করিম বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান ও ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ সৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব ন্যায্য দাবি পূরণ করতে হবে।'
'শিক্ষকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে বিজ্ঞান ও প্রযুক্তি-নির্ভর শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়', যোগ করেন তিনি।
Comments