চট্টগ্রামে নতুন রাজনৈতিক দল, বিএনপি বলছে সরকারের ষড়যন্ত্র

রোববার চট্টগ্রাম প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। ছবি: স্টার

চট্টগ্রাম থেকে 'প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম' নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে৷

আজ রোববার চট্টগ্রাম প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

দলটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নাজিম উদ্দিন, মহাসচিব হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে চাকসুর নির্বাচিত জিএস আজিম উদ্দিন। নতুন এই রাজনৈতিক দলে বেশিরভাগ সদস্যই বিএনপির পদবঞ্চিত সাবেক নেতাকর্মীরা বলে দাবি করেছেন নাজিম উদ্দিন।

তবে বিএনপির নেতারা বলছেন, সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচনের আগে আগে এই সংগঠন বানিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

লিখিত বক্তব্যে চাকসু ভিপি নাজিম বলেন, 'দেশে কোনো সাংঘর্ষিক রাজনীতি আমরা চাই না। ভাঙচুর, গাড়ি পোড়ানো, মানুষ হত্যা, হরতাল-অবরোধ রাজনীতির কোনো ভাষা হতে পারে না।'

'বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সংকট থেকে পরিত্রাণের উপায় হিসেবে একটি গণতান্ত্রিক ধারার উন্মেষ সময়ের দাবি। তাই আমরা সমমনা, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধারা একত্রিত হয়ে একটি ভিন্ন ধারার রাজনৈতিক প্লাটফরম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী,' বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজিম বলেন, 'প্রাথমিকভাবে দল ঘোষণার পর ঢাকায় কনভেনশন হবে নতুন দলের। সেখানে ১০১ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা করা হবে।'

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিন এ রাজনৈতিক দলে রয়েছেন বলে জানান তিনি। তবে নির্বাচনের আগে আগে নবগঠিত দলের নিবন্ধন কীভাবে হবে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

এ বিষয়ে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকারের ইন্ধনে নির্বাচনের আগে আগে এই রকম দল ঘোষণা ষড়যন্ত্রের অংশ। বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না। তারা এগুলো করে দলের নেতা কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ আছি।'

'যারা সেখানে গেছেন তারা দল থেকে দূরে আছেন, অনেকেই বহিস্কৃত, তাই দলের ভাবমূর্তি তাদের কাছে এখন কিছুই না। তবে নতুন দল দিয়ে নির্বাচন করানোর চেষ্টা সরকারের সফল হবে না,' বলেন তিনি।

১৯৯০ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয় ছাত্রলীগ থেকে ভিপি পদে নাজিম উদ্দিন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে জিএস পদে আজিম উদ্দিন বিজয়ী হন। এরপরে নাজিম বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আগের কমিটির সহসভাপতি ছিলেন। বর্তমান আহ্বায়ক কমিটিতে তাকে কোনো পদে রাখা হয়নি। পদে না থাকলেও দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। বিএনপি সূত্র জানায়, গত ৬ মাস তাকে কোনো দলীয় কর্মসূচিতে দেখা যায়নি।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

2h ago