দক্ষিণখানে যুবক হত্যা: অপরাধীদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে দক্ষিণখানে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে বকেয়া টাকা নিয়ে দ্বন্দ্বের মীমাংসা করতে গিয়ে গত ছুরিকাঘাতে নিহত সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেন চৌধুরী সিফাতের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। নিহত সিফাতের বন্ধু, আত্মীয়স্বজন ও শতাধিক এলাকাবাসী এতে অংশ নেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে সড়কে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেন।

বিক্ষোভের সংগঠকদের একজন নিহত সিফাতের মামা রাশিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, রাজীব ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেদিন রাজীব ঘটনাস্থলে থাকলেও সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি। হত্যাকাণ্ডে যারা মূল ভূমিকা রেখেছেন তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতেই আমরা আজ বিক্ষোভ করেছি।

এ ব্যাপারে জানতে চাইলে মমলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের দ্য ডেইলি স্টারকে বলেন, যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে এজাহারভুক্ত একজন। তিনি ১৬৪ ধারায় জবনবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের সময় ২০-২৫ জন সেখানে উপস্থিত থাকলেও মূলত দুইজন হত্যাকাণ্ডে অংশ নেন। তারা এখনো গ্রেপ্তার হননি।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

34m ago