ইসরায়েল নয়, গাজার হাসপাতালে হামলা করেছে অন্য কেউ: বাইডেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক। ছবি: এপির সৌজন্যে

গাজার আল–আহলি আল–আরবি হাসপাতালে ইসরায়েল নয়, অন্য দল হামলা চালিয়েছে বলে মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ বুধবার ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

নেতানিয়াহুকে বাইডেন বলেন, 'আপনারা নন, মনে হচ্ছে অন্য কোনো দল গাজার হাসপাতালে মারাত্মক বোমা হামলা চালিয়েছে।'

'বিষয়টি হলো যে, গতকাল গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত এবং ক্ষুব্ধ হয়েছি। আমি যা দেখেছি তার ওপর ভিত্তি করে মনে হচ্ছে এই কাজ অন্য কোনো দল করেছে, আপনারা নন', বলেন তিনি।

সিএনএন জানায়, গাজার আল–আহলি আল–আরবি হাসপাতালে ওই নৃশংস হামলায় নারী–শিশুসহ ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিন এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর 'ব্যর্থ রকেট উৎক্ষেপণ' এই বিস্ফোরণের জন্য দায়ী।

ইসরায়েলে হামাসের হামলায় মার্কিন নাগরিক নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে বলেও জানান বাইডেন।

ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'ইসরায়েলের মানুষ, বিশ্বের মানুষকে যুক্তরাষ্ট্রের অবস্থান জানাতে আজ আমি এখানে থাকতে চেয়েছিলাম।'

'আমি ব্যক্তিগতভাবে এখানে এসে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম', যোগ করেন বাইডেন।

ইসরায়েলে সফরের জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, 'যুদ্ধের সময় একজন মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম ইসরায়েল সফর।'

'আপনার মতো একজন সত্যিকারের বন্ধু থাকার চেয়ে কেবল একটি জিনিসই ভালো, আর সেটি হলো- আপনি ইসরায়েলে দাঁড়িয়ে আছেন', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Influenza wave grips the nation

Influenza is emerging as a main driver behind the recent surge in viral fever cases nationwide, with rising numbers of both children and adults falling ill.

9h ago