সিডনিতে ৯ ডিসেম্বর ‘হাসন রাজা উৎসব’

আয়োজনে অংশ নেবেন সেলিম চৌধুরী ও দীপ্তি রাজবংশী। ছবি: সংগৃহীত

হাসন রাজার স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হচ্ছে 'হাসন রাজা উৎসব।'

আগামী ৯ ডিসেম্বর সিডনির ব্যাংকস টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে এই অনুষ্ঠান আয়োজিত হবে।

উৎসবে অংশগ্রহণ করবেন দেশের জনপ্রিয় ফোক সংগীত শিল্পী সেলিম চৌধুরী ও দীপ্তি রাজবংশী। শিল্পী দীপ্তি রাজবংশী বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর সহধর্মিণী।

এ উৎসবের প্রধান সমন্বয়কারী, সাধক হাসান রাজার উত্তরসূরি ও অস্ট্রেলিয়াপ্রবাসী শিল্পপতি সোলায়মান আশরাফী দেওয়ান জানান, মনীষী হাসন রাজার আধ্যাত্মিকতা ও মানবিক চেতনাবোধ সর্বব্যাপী। আমাদের এ উৎসবের মূল লক্ষ্য হচ্ছে, দীর্ঘদিন প্রবাসে থাকা বাঙালিকে তার শেকড়ের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে তাদের পূর্বপুরুষের ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।'

উৎসবে সিডনির স্থানীয় শিল্পীরাও অংশ নেবেন বিভিন্ন পর্বে।

হাসন রাজা উৎসবের আয়োজন করেছে 'হাসন রাজা পরিষদ অস্ট্রেলিয়া' ও সহযোগিতায় রয়েছে 'পথ প্রোডাকশন'। টিকিটের ব্যবস্থাপনায় রয়েছে 'দেশি ইভেন্টস'। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রভাত ফেরী, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি ও স্ট্যামফোর্ড এডুকেশন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়াপ্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago