স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘উদ্যোক্তা সম্মেলন’

উদ্যোক্তা সম্মেলন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংলিশ স্টাডিজ বিভাগ রাজধানীর সেগুনবাগিচায় দিনব্যাপী 'উদ্যোক্তা সম্মেলন'র আয়োজন করতে যাচ্ছে।

আগামী ২৭ অক্টোবর সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সম্মেলন শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সম্মেলনটির শিরোনাম দেওয়া হয়েছে 'ফ্রম পোয়েট্রি টু প্যাশন: ইংলিশ ফর ইনোভেশন ইন এনট্রেপ্রেনাইসান্স এরা'। এর আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকছে ইংরেজি বিভাগের শিক্ষকদের সংগঠন টেসোল সোসাইটি অব বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একবিংশ শতাব্দীতে প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে নিত্য নতুন কাজের পরিকল্পনা, তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়-সুচিন্তিত পরামর্শ ও নির্দেশনা নিয়ে নানান আলোচনার সুযোগ থাকবে এ আয়োজনে।

এতে আরও বলা হয়, এই আয়োজন ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের প্রচলিত ঘরানার চাকরির পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনার চর্চা ও ক্যারিয়ার ভাবনায় তার প্রয়োগকে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান। মূল বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নেওয়ার জন্য থাকবে অন-স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

29m ago