জামায়াত জড়ো হয়েছে আরামবাগে, আছে পুলিশ ব্যারিকেড

অনুমতি না পেয়েও রাজধানীর আরামবাগে জড়ো হয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে নটরডেম কলেজের প্রথম গেইটের কাছাকাছি আরামবাগ মোড়ে কয়েক হাজার জামায়াত নেতাকর্মী জড়ো হয়েছেন।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, কয়েক হাজার নেতাকর্মীরা সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সমাবেশ করবে বিএনপি। একইদিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চাইলে তা পায়নি জামায়াতে ইসলামী। অনুমতি না পেলেও এক বিবৃতি তারা জানিয়েছে, যেভাবেই হোক তারা সমাবেশ করবে। জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের নিবন্ধিত দল নয়।
Comments