মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা দাবি করা মিয়া আরেফি আটক

মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা দাবি করা মিয়া আরেফি আটক
মিয়া আরেফিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করা মিয়া আরেফিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, আজ রোববার সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।

মিয়া আরেফিকে মিন্টু রোডে ডিবি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

গতকাল পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের কয়েক ঘণ্টা পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাদের ঘিরে থাকা ওই ব্যক্তি ইংরেজিতে কথা বলছিলেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে তিনি বলছিলেন, আমি ন্যাশনাল ডেমোক্রেটিক কমিটির সদস্য। আমাদের খুব ভালো সম্পর্ক… জো বাইডেনের সঙ্গে আমার দিনে ১০ থেকে ১৫ বার মেসেজ আদান-প্রদান হয়।

 

Comments