মসজিদে নববির ইমাম শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান ঢাকায়

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজানকে স্বাগত জানান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ধর্মসচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দোহাইলান, হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম, পরিচালক হজ অফিস জনাব সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় ইমাম সম্মেলনের আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশে এসেছেন সৌদি আরবের মসজিদে নববির ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান।

আজ রোববার ভোর ৫টার দিকে বাংলাদেশে পৌঁছেছেন তিনি।

এ সময় তাকে স্বাগত জানান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ধর্মসচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দোহাইলান, হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম, পরিচালক হজ অফিস জনাব সাইফুল ইসলাম।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল সকাল ১১টায় নারায়ণগঞ্জের পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এবং ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আয়োজনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ২০১৪ সালে নির্বাচনী প্রতিশ্রুতির পর সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পটি গ্রহণ করে।

ইতোমধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়, ২০২৩ সালের ১৬ মার্চ তৃতীয় পর্যায়, ২০২৩ সালের ১৭ এপ্রিল চতুর্থ পর্যায় এবং ২০২৩ সালের ৩০ জুলাই পঞ্চম পর্যায়ে ৫০টি করে মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

আগামীকাল আরও ৫০টি মসজিদ উদ্বোধনের পর সারা দেশে মোট ৩০০টি মডেল মসজিদ কার্যকারীভাবে ব্যবহার শুরু হবে।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

1h ago