মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল, কোথায় কত ভাড়া

স্টার অনলাইন গ্রাফিক্স

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল—এই ৩ স্টেশনে মেট্রোরেল থামছে। বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি—এই ৪ স্টেশন আগামী ৩ মাসের মধ্যে পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে টিএসসি স্টেশন আগে চালুর সম্ভাবনা রয়েছে। এরপর কারওয়ান বাজার স্টেশন চালু হতে পারে।

স্টার অনলাইন গ্রাফিক্স

অন্যদিকে, উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সব কটিতেই এখন যাত্রী ওঠানামা করছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশন রয়েছে। মেট্রোরেল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। ২০২৫ সালে তা চালু হতে পারে। তখন আরেকটি স্টেশন যুক্ত হবে।

স্টার অনলাইন গ্রাফিক্স

মেট্রোরেলে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে। উত্তরা থেকে সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। উত্তরা থেকে ফার্মগেটের ভাড়া ৭০ টাকা।

Comments

The Daily Star  | English

Foreigner detained with over 8kg cocaine at Dhaka airport

The street value of the seized contraband is around Tk 130 crore

8m ago