টু গাজা ফ্রম ঢাকা: কনসার্টের পুরো অর্থ যাবে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্তদের সহায়তায়

গণহত্যার শিকার ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ঢাকায় 'টু গাজা ফ্রম ঢাকা' চ্যারিটি কনসার্টে গাইবেন ঢাকার সংগীতশিল্পীরা। 'আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট'-এর ব্যানারে এই আয়োজন করেছেন ঢাকার একদল তরুণ শিল্পী। আগামী ২৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে হবে এই কনসার্ট।

কনসার্টের অন্যতম আয়োজক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি ডেইলি স্টারকে জানান, এই কনসার্টে অন্তত ১৫টির মতো ব্যান্ড ও সংগীতশিল্পী গান পরিবেশন করবেন। ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে ব্যান্ড মাকসুদ ও ঢাকা, এভয়েড রাফা, বাংলা ফাইভ, নেমেসিস, কার্নিভাল, মাশা ইসলাম, র‍্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমানকে। এছাড়াও কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীকে চূড়ান্ত করা হবে। 

কেন এই কনসার্টের আয়োজন এই বিষয়ে সানি বলেন, 'পৃথিবীতে এত এত জেনোসাইড হচ্ছে, সেসব নিয়ে জোরালোভাবে তেমন কেউ কথা বলছে না, এমনকি শিল্পীরাও না। আমরা চলমান ফিলিস্তিনের জেনোসাইডের বিরুদ্ধে কথা বলতে চাই এবং সেইসাথে পৃথিবীর সব শিল্পীদের এক করতে চাই।'

তিনি আরও বলেন, 'আমরাও একটা জেনোসাইডের ইতিহাসের মধ্য দিয়ে এসেছি। আমাদের স্বাধীনতা যুদ্ধে বহু শিল্পী পৃথিবীর নানা প্রান্ত থেকে এই একই কথা বলেছেন, জেনোসাইড বন্ধ করো। সেই থেকে আমাদের মাঝে একটা দায়বদ্ধতা আছে। আর সেই দায়বদ্ধতার জায়গা থেকেই 'আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট' থেকে আমাদের এই আয়োজন। এখানে সবাই নিজ থেকে অংশগ্রহণ করতে পারবে।'

আয়োজকেরা জানিয়েছেন, এ কনসার্টে গাওয়ার জন্য কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। গণহত্যাবিরোধী এ কনসার্ট থেকে অর্জিত পুরো অর্থই 'রেড ক্রিসেন্ট' অথবা 'প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড'-এর মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে।

'আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট' প্ল্যাটফর্মের মুখপাত্র হিসবে রয়েছে সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী। এছাড়াও আরও অনেক স্বেচ্ছাসেবক এই প্ল্যাটফর্মটির সাথে যুক্ত আছে। ফিলিস্তিন ছাড়াও পৃথিবীর সব জায়গার গণহত্যার বিরুদ্ধে কথা বলবে এই প্ল্যাটফর্মটি৷ 

কনসার্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থসাহায্য করতে চায়, সে ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজক আহমেদ হাসান সানি বলেন, 'আমরা বাংলাদেশের অন্যান্য জেলাতেও এই রকম কনসার্টের আয়োজন করতে চাই। এই কনসার্টের পর খুব শীঘ্রই 'টু গাজা ফ্রম রাজশাহী' আয়োজিত হতে যাচ্ছে। আমরা চাই পৃথিবীর অন্যান্য শহরেও এ ধরনের উদ্যোগ নেওয়া হোক। গণহত্যার বিরুদ্ধে কথা বলার এখনই সময়।'

কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ঢাকা শহরের দেয়ালে দেয়ালে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন।

গ্রন্থনা: মো: হিমেল হাসনাত রাফি

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago