রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

মাহবুবার রহমান। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবার রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হারুন (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত মাহবুবার রহমান রংপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মিঠাপুকুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মাহবুবার রহমানের বাড়ি পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামে। পরিবার নিয়ে তিনি সেখানেই বসবাস করতেন। পায়রাবন্দ বাজারে তার একটি ওষুধের দোকান আছে।

গতকাল রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে মাহবুবার রহমানের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতে থাকা দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করেন হারুন। পরে এলাকাবাসী মাহবুবার রহমানকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে পায়রাবন্দ বাজারসহ ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী হারুনকে দাসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, 'হারুনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পায়রাবন্দ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।'

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

11h ago