ইস্কাটনে মোটরসাইকেলে ট্রাকচাপায় ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতিসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর ইস্কাটন রোডে মোটরসাইকেলে ট্রাকের চাপায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতিসহ ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরিফুল ইসলাম ও সৌভিক করিম।

আরিফুল ইসলাম ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সিনিয়র ম্যানেজার (বিক্রয় ও বিতরণ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্র ফেডারেশনের (কেন্দ্রীয়) সাবেক সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তারা দুজন মোটরাসাইকেলে মগবাজার এলাকার দিকে যাচ্ছিলেন। সেসময় একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে চাপা দিলে তারা সড়কে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, চালক ঘটনাস্থল থেকে পালানোর জন্য দ্রুতগতিতে এগিয়ে গেলে তারা দুজনই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ বলেন, 'পুলিশ ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

21m ago