ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

রেজাউল করিম নাঈম

ফেসবুকে পোস্ট নিয়ে বিরোধের জেরে মৌলভীবাজারে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার টিবি হাসপাতাল এলাকায় চাঁদনী ঘাট ইউনিয়নের বরশিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম নাঈমের (২১) বাড়ি বরশিজোড়া এলাকায়। এ বছর তিনি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করেছে পুলিশ।

নাঈমের বাবা চেরাগ মিয়া জানান, ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে মঙ্গলবার বিকেলে নাঈমের সঙ্গে পাশের বাড়ির রনির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রনি ও তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে নাঈমকে ধরে রনির বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

নিহতের চাচা শাহরুখ মিয়া জানান, খবর পেয়ে নাঈমের বাবা-মা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। সিলেটে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সোহান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযোগে বলা হয়, প্রতিবেশীরা দেশীয় অস্ত্র দিয়ে নাঈমকে কুপিয়ে হত্যা করেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Comments

The Daily Star  | English
Mustafa Zaman Abbasi no more

Mustafa Zaman Abbasi no more

A revered Bangladeshi musicologist, author, and television figure, Mustafa Zaman Abbasi passed away at 7:00am today at the age of 87.

49m ago