রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৫ বার পেছাল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
প্রতীকী ছবি | রয়টার্স

বাংলাদেশ ব্যাংকের সাইবার চুরির মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার দাখিল না করায় মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

২০১৬ সালের  ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করতে এ পর্যন্ত ৭৫ বার তারিখ নিয়েছে সিআইডি।

কমপক্ষে ৮১ মিলিয়ন ডলার ম্যানিলাভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টে স্থানান্তর হয় এবং সেখান থেকে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যায়।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় এ বিষয়ে মামলা করেন।

এ পর্যন্ত  বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং  শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার উদ্ধার করেছে।

চুরি  যাওয়া ৬ কোটি ৬০ লাখ ডলার উদ্ধারে গত বছরের ১ ফেব্রুয়ারি রিজাল ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক।

 

Comments

The Daily Star  | English

Arrest of Nusraat Faria 'mockery' of judicial process: NCP

Demands visible progress into the trial of the July killings by next July

31m ago