ক্যারিবিয়ান সফরে বিশ্বকাপের ৬ ক্রিকেটার ইংল্যান্ড দলে

ইংল্যান্ডের নতুন ওয়ানডে দল

চলতি বিশ্বকাপে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি ইংল্যান্ড। নয় ম্যাচে কেবল তিনটি ম্যাচ জিতে আসর শেষ করেছে তারা। স্বাভাবিকভাবেই ওয়ানডে দলে আমূল পরিবর্তন এনেছে ইংলিশরা। অধিনায়ক জস বাটলার সহ মাত্র ছয় জন খেলোয়াড় টিকেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাটলার ছাড়া ক্যারিবিয়ান সফরে বিশ্বকাপ দলের রয়েছেন হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। এদের মধ্যে কেবল লিভিংস্টোনই বিশ্বকাপে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।

বিশ্বকাপের আগে অবসর থেকে ফিরে আসা বেন স্টোকস সম্পূর্ণ ফিট নন। খুব শীগগিরই হাঁটুর অস্ত্রোপচার করাবেন তিনি। ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন কি-না এখনও নিশ্চিত নন। আপাতত টেস্ট দল নিয়ে ভাবছেন এই অলরাউন্ডার।

ওয়ানডে দলে নতুন মুখ অলি পোপ, জশ টং ও জন টার্নার। টেস্ট দলের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি জায়গা পেয়েছেন ওয়ানডেতে। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া স্যাম হেইনকেও ফেরানো হয়েছে। 

অ্যান্টিগায় আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। আর বার্বডোজে ৯ ডিসেম্বর হবে তৃতীয় ওয়ানডে। এই মাঠেই ১২ ডিসেম্বর শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৪ ও ১৬ ডিসেম্বর গ্রানাডায় এবং ১৯ ও ২১ ডিসেম্বর ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।

ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ফিল সল্ট, জশ টং ও জন টার্নার।

টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টং, রিস টপলি, জন টার্নার ও ক্রিস ওকস।  

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

12h ago